৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

1 week ago
36


নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে নীলফামারী পৌরসভা। সোমবার (৩০ জুন) বিকালে ঐতিহাসিক ফুটবল খেলার বড় মাঠে ফুটবল খেলার ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হয়।

এ খেলার উদ্ধোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। উৎসহ-উদ্দিপনা আর খেলোয়াড়দের তুমুল লড়াইয়ে দর্শকদের টানটান উত্তেজনা খেলায় সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে নীলফামারী পৌরসভা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। গত ২০ জুন নীলফামারী জেলার ডোমার-ডিমলা-জলঢাকা-কিশোরগঞ্জ-সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলা এবং নীলফামারী পৌরসভা ও সৈয়দপুর পৌরসভা “এ ও বি” দুইটি গ্রুপের ৮টি ফুটবল দলের অংগ্রহনে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল।টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দীপক রায় এবং সেরা খেলোয়ার হিসেবে আল আমীন ও ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সুমন রায়। টুর্নামেন্টের উদ্যোক্তা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে এই আয়োজন ভালো প্রভাব ফেলবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth