৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

চিলমারীতে জীবন্ত কড়ই গাছে আগুন, দেখতে হাজার হাজার জনতার ভিড়

1 week ago
97


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় শতবর্ষী এক কড়ই গাছের ভেতরে ও বাহিরে জ্বলছে আগুন। চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছের সেই আগুন নেভাতে অনেক চেষ্টা করে ও ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই) সকাল থেকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের!"রমনা রেলস্টেশনে" এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। এটি দেখতে উপজেলাসহ বাহিরের বিভিন্ন এলাকার থেকে ছুটে আসছেন হাজার হাজার মানুষ। উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আবার কেউ বলেন, হয়তো কেউ বিড়ি খেয়ে বিড়ির আগুন ফেলে দিয়ে ছিল সেটা থেকে গাছে লেগেছ, আবার কেউ বলেন, এটা আল্লাহ প্রদত্ত আগুন হতে পারে। স্থানীয়রা জানান, আমরা লোকমুখে খবর পাই যে রমনা রেলস্টেশনে গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরা ও বুঝতে পারছি না। স্কুল শিক্ষার্থী মিষ্টি ও সুমনা বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি। পরে দুপুর বেলায় গাছটির একটি বড় অংশ ভেঙে পড়ে যায়।  চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম, পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth