ভূরুঙ্গামারী বলদিয়ার স্থগিতকৃত ভিজিএফ এর চাউল বিতরণ সম্পন্ন

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ থেকে স্থগিতকৃত ভিজিএফ এর চাউল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউএনওর প্রতিনিধি তিনজন ট্যাগ অফিসার, সকল ইউ’পি সদস্য-সদস্যার উপস্থিতি ও পিআইওর তদারকিতে এ বিতরণ সম্পন্ন করা হয়।
উপজেলার বলদিয়া ইউনিয়নের অনুকুলে মোট ৫,৭৪৫ জন উপকারভোগীর জন্য ভিজিএফ এর বরাদ্দ ছিল ৫৭৪০ মে.টন চাল। তন্মধ্যে স্থগিত থাকা প্রায় ১৮ মে.টন চাল থেকে ১৮ শ ৩৩ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরন করা হয়। সময় স্বল্পতার কারণে তালিকায় কিছু স্বচ্ছল ব্যক্তিদের নাম অসাবধানতা বশত অর্ন্তভূক্ত হয়। যাহা ঈদের পূর্বে গত ০৪/০৬/২০২৫ইং তারিখে বিতরণকালে কিছু স্বচ্ছল উপকারভোগী স্লিপের সাথে জাতীয় পরিচয় পত্র না আনায় ও দুই-তিন জন পাইকার শুধু স্লিপ হাতে চাল তুলতে আসলে চেয়ারম্যান ও ট্যাগ অফিসার এর দৃষ্টিগোচর হলে তাদের চাল ও স্লিপ আটকে দেওয়া হয়।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসাকে তাৎক্ষণিক মোবাইল ফোনে অবগত করলে তিনি জাতীয় পরিচয় পত্র দেখে অস্বচ্ছল ও প্রকৃত সুবিধাভোগীদের চাল ঈদের পূর্বেই বিতরণের নির্দেশ দেন এবং ভুলত্রুটি ও স্বচ্ছল ব্যক্তির নামের চাল সিলগালা করে গোডাউনে জমা রাখেন। ওইদিন ৩ হাজার ৯ শত ১২ জন উপকারভোগীর মাঝে উক্ত চাল বিতরণ সম্ভব হয়।
সময় স্বল্পতার কারণে ঈদ পরবর্তী সময়ে ইউএনও তিন সদস্য বিশিষ্ট তদন্ত টীম গঠন করেন ও পূনরায় তালিকা সংশোধন করে অনুমোদন পূর্বক স্থগিতকৃত ভিজিএফ এর অবশিষ্ট চাউল বিতরণ সুষ্ঠভাবে সম্পূর্ণ করা হয়।
অত্র ইউ’পি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, স্থগিতকৃত ভিজিএফ এর চাল অস্বচ্ছল ও হতদরিদ্রদের মাঝে সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, তালিকায় কিছু ভূলত্রুটির অভিযোগ থাকায় ওই ইউনিয়নের বিতরণ বন্ধ রাখা হয়েছিল, পরবর্তীতে তালিকা সংশোধন করে স্থগিতকৃত ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।