কিশোরগঞ্জে অনলাইনে জুয়ার আসর, দুইজনের কারাদণ্ড

কিশোরগঞ্জ( নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ওয়াইফাই সংযোগ ভাড়া ও ফ্ল্যাক্সিলোড দিয়ে দোকান ঘরে রাতে চলছে অনলাইন জুয়া খেলার আসর। সেই আসরে হানা দিয়ে দোকানের মালিকসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত দোকান মালিক ও অনলাইন জুয়াড়ি দুইজনকে পৃথক বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সদর ইউপির বাংলা বাজার নামক স্থানে।ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক আতিকুল ইসলামকে (২৪) দুই মাস ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে (২৮) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আতিকুল ইসলাম ছিট রাজিব বাংলা বাজার গ্রামের সাইয়াদার রহমানের ছেলে, মিন্টু একই গ্রামের রোস্তম আলীর ছেলে।পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে দোকান মালিককে ২ মাস ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দোকানে নিয়মিত অনলাইন জুয়ার আসর বসতো। খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃত একজনকে ২ মাস ও অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।