ভিপি নুর এক সময়ে শেখ হাসিনাকে মা মা বলে পা ধরে সালাম করেছিলো...সাবেক রসিক মেয়র মোস্তফা

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ভিপি নুর তার একটিভিটিসের কারণে একবার আটক থাকে ৫-৭ ঘন্টা পর উদ্ধার হয়, আবার যেখানে হাসিনা মার খায়। ভিপি নুর এক সময় শেখ হাসিনাকে মা মা বলে পা ধরে সালাম করেছিলো। এখন তারা হয়ে গেছে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার আর আমরা যারা নির্বাচন করেছি আমরা আমরা হয়ে গেছি দোসর। তিনি আরো বলেন, যখন জাতীয় পার্টির চেয়ারম্যান কে ২০১৪ সালে যখন জোর করে সিয়োম্যাচে ভর্তি করেছিলো তখন একটা লোক বা একটা দলও কথা বলেনি।
গতকাল শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির অফিস কার্যালয়ে অবস্থানকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় সাবেক এই মেয়র বলেন, তারা পায়ে পাড়া দিয়ে অবস্থান ঘোলা করছে। রাজধানীতে মব সৃষ্টিকে প্রতিহত করতে ভিপি নুরসহ অন্যদের ওপর সেনাবাহিনী ও পুলিশ হামলা করেছে। তারা দেশকে স্বাভাবিক রাখার জন্য এসব করেছে। তাই তাদের ধন্যবাদ জানাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, জাতীয় পার্টিকে দুর্বল ভাববার কিছু নেই। পার্টি অফিসে হামলা করতে এলে তাদের হাত-পা ভেঙ্গে দেয়া হবে। রংপুরে জাতীয় পার্টি মরেনি জীবিত আছে। তাদের যত শক্তি আছে নিয়ে আসুক। পাশাপাশি অন্য কোন শক্তি থাকলেও আসুক।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা শাখার আহবায়ক আজমল হোসেন লেবুসহ রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য-গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে সংঘর্ষের পর জাতীয় পার্টির অফিস অভিমুখে লংমার্চের ঘোষনার পর রংপুরে জাতীয় পার্টি অফিস কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রেখেছেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতৃবৃন্দ সূত্রে জানা যায় সকাল ১১ টা হতে রাত ১১ টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিবেন।