রংপুর মহানগর ও সদর উপজেলা ক্যাবের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ভোক্তার অধিকার ও ভোক্তা পর্যায়ে দ্রব্যমুল্য সহনশীলতাসহ সংগঠনকে আরো গতিশীল করতে ক্যাবের রংপুর মহানগর ও সদর উপজেলা কমিটির মাসিক রুটিন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর ক্যাবের সভাপতি দিলীপ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংপুরের উপদেষ্টা ও ডেইরি ফার্মাস এসোসিয়েশন জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, জেলা ক্যাবের সভাপতি আব্দুর রহমান, জেলার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম রাজু, মহানগর সম্পাদক জয়নুল আবেদীন মিঠু, সহ-সভাপতি হাসান ফেরদৌস রাসেল, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মহানগর ক্যাবের প্রচার সম্পাদক রিয়াজুল হাসান। কমিটির মাসিক সভা শুরুর আগে উপস্থিত অতিথিবৃন্দকে মহানগর কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মাসিক সভায় ক্যাব রংপুর মহানগর ও সদর উপজেলাকে আরো কিভাবে ভোক্তার অধিকার আদায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাসিক সভায় ক্যাব রংপুর মহানগর ও সদর উপজেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন