১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

তারাগঞ্জে হেরোইন ও নগদ সাড়ে দশ লাখ টাকা সহ দম্পতি গ্রেপ্তার

3 weeks ago
117


তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :

রংপুর তারাগঞ্জে হেরোইন ও নগদ সাড়ে দশ লাখ টাকা সহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯) দিবাগত রাত দুইটার দিকে গোপনে সংবাদ পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী ওছপেয়ারার বাবার বাড়ি কুশা ইউনিয়নের হাজিপাড়ায় অভিযান চালায় পুলিশ।  বাড়ি থেকে ৪.২৫ মিলিগ্রাম  হেরোইন ও ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করেন দম্পতিকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তার দম্পতি হলেন, হাজী পাড়া গ্রামের ওসমান গনির মেয়ে ওছপেয়ারা বেগম (৩৬) ও তার স্বামী রংপুরের গংগাচড়া উপজেলার উত্তম খলেয়া বালাটারির বাসিন্দা লুৎফর রহমান (৪২)।  পুলিশ জানায়,  বিয়ের পর থেকে লুৎফর রহমান তারাগঞ্জে তার শ্বশুরবাড়ি থেকে দীর্ঘদিন থেকে ওই এলাকায় লুৎফর রহমানের  বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় তিনটি মাদকের মামলা ও তার স্ত্রী ওছপেয়ারা বীরভূমের নামে একটি মাদকের মামলা রয়েছে। তারাগঞ্জ থানার অফিসে ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, ওই দম্পতির বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকাগুলো মাদকের। শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই দম্পতিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth