১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বীরগঞ্জে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন

3 weeks ago
36


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের প্রকৃতি এবং মানবতার সাথে সংযুক্ত করার জন্য এবং বিদ্যালয়কে শিক্ষার কেন্দ্র হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে একটি নতুন সামগ্রিক মডেল হিসেবে জেন্ডার, সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীন স্কুল উদযাপন করা হয়েছে।

উপজেলার নীজপাড়া ইউনিয়নের দেবীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও দামাইক্ষত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় মঙ্গলবার বিকেলে দেবীপুর দ্বি-মূখী উচ্চ মাঠে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দামাইক্ষেত্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন, নিজপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিলন ইসলাম শ্যামল রায় প্রমুখ।

অনুষ্টানে বক্তারা বলেন, এই উদ্যোগের উদ্যেশ্যে হলো শিক্ষার্থীরা যাতে পরিবেশ বান্ধব সবুজায়ন অনুশীলনের মাধ্যমে বিশ্বে কিভঅবে আরও ভালভাবে বেঁচে থাকা যায় সে প্রক্রিয়াটিকে শিখে ও অনুশীলন করার মাধ্যমে স্কুলগুলিকে রুপান্তরিত করা। দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সবুজ এবং পরিবেশবান্ধব জীবন ধারা অনুশীলন করবে এবং সমাজ পরিবর্তন এবং টেকসই বিশ্ব উন্নয়নে অবদান রাখবে। এই লক্ষ্যে জেসি স্কুলে ৪৮ দিনের কর্মসূচি যেখানে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী মিলে একটি পরিবেশ বান্ধব বাগান পরিচালনা করবে এবং এখান থেকে বাস্তব জীবনে শিক্ষা নিয়ে থাকবেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth