১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরে মেধাবৃত্তি পরীক্ষা রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

3 weeks ago
62


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ৪র্থ-১০ম শ্রেণীর স্কুল ও মাদরসা শিক্ষার্থীর কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা/২০২৫ রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দর্শনা মোড়স্হ বাছিরন নেছা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আয়োজনে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার চেয়ারম্যান- ফিরোজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান- হামিদুর রহমান, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের রংপুর জেলার উপদেষ্টা মন্ডলী ও উপজেলার প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের মুখপাত্র ছিলেন আব্দুল রাব্বী ইসলাম রাফী।

শুভ উদ্বোধন অনুষ্ঠান সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে। স্কুলের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ: ০১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর'২৫। অসম্পূর্ণ অথবা ভুল তথ্যসংবলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে। বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা মাত্র)। পরীক্ষা মানবণ্টন অনুযায়ী MCQ পদ্ধতিতে হবে। পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়: ১ ঘণ্টা। পূর্ণমান: ১০০ নম্বর। ৪র্থ ও ৫ম শ্রেণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ নম্বর কেটে নেওয়া হবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%। পরীক্ষার অন্তত তিন দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth