পলাশবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণকালের সেরা র্যালী

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে।স্মরণকালের সেরা বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ র্র্যালীতে তরুনদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ, উচ্ছাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩ সেপ্টম্বর বুধবার পৌর শহরের মহিলা কলেজ থেকে আনন্দ মিছিলটি ঢাকা রংপুর মহাসড়কে প্রদক্ষিন শেষে চৌমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা পৌর বিএনপির সাধারন সম্পাদকদ্বয় আবু আলা মওদুদ ও মোশফেকুর রহমার এর সঞ্চালনায় এ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান,আজাহার আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,বিএনপি'র সাবেক নেতা বেনজির আহম্মেদ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ,প্রচার সম্পাদক এস এম সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন,পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল আকন্দ,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হেমাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহল আমিন, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম,পৌর কৃষকদের আহবায়ক শফিকুল ইসলাস ছকু, শ্রমিক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিকদলের আহবায়ক রাজু শেখ, সদস্য সচিব শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকার, সদস্য সচিব শরিফুল ইসলাম লিফজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান , উপজেলা তাঁতী দলের আহবায়ক মিলন, পৌর তাতী দলের আহবায়ক সোহাগ প্রধান লিটন, সদস্য সচিব নুর আলম প্রধান ,পৌর সৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় ,পৌর ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ শাখার সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত, সাধারন সম্পাদক রায়হানসহ অন্যান্যরা ।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।