১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

তারাগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রারি অফিসের নকল নিবশ প্রধান হীরার বিরুদ্ধে চাকুরী জাতীয়করনের কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

2 weeks ago
125


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে নকল নবিশদের চাকুরী জাতীয়করনের নামে কয়েক লাখ টাকা নিয়ে আত্নসাতের অভিযোগ উঠেছে। উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ প্রধান হারুন-অর-রশিদ হিরার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস সুত্র জানায়, দীর্ঘদিন থেকে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসে নকল নবিশ হারুন-অর-রশিদ হীরাসহ ১৯ জন নকল নবিশ মাষ্টার রোলে কাজ করে আসছেন। প্রায় ৮ মাস আগে নকল নবিশ প্রধান হারুন অর রশিদ হীরা তাদের সবার চাকুরী জাতীয়করনের জন্য ঢাকা নকল নবিশ এসোসিয়েশনে টাকা দেয়ার কথা বলে প্রত্যেকের নিকট থেকে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করেন। 

 উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ লাইলী বেগম ওরফে বিউটি জানান, ছাত্র আন্দোলনে দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ার পর সারা দেশের নকল নবিশদের চাকুরী জাতীয়করন করা হচ্ছে এমন কথা বলে প্রায় ৮ মাস আগে হীরা আমার নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। একই অভিযোগ করেন নকল নবিশ সন্তোষ রায়, আরজু কেগম, শিরিন বেগমসহ বেশ কয়েকজন। তারাও অভিযোগ করেন, আমাদের চাকুরী জাতীয়করন করা হচ্ছে। অফিসে টাকা দিতে হবে এমন কথা বলে হীরা আমাদের প্রত্যেকের নিকট থেকে ২৮ হাজার করে টাকা নিয়েছেন। গত বুধবার দুপুরে নকল নবিশদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সাব-রেজিষ্ট্রার রিপন সরকারের অফিসে গিয়ে নকল নবিশদের চাকুরী জাতীয়করনের জন্য অভিযুক্ত হারুন অর রশিদ হীরা টাকা ঘুষ নিয়েছেন বিষয়টি অবগত করলে তিনি অফিস কক্ষে হীরাকে ডেকে নেন এবং সাব-রেজিষ্ট্রারের নিকট সকল নকল নবিশদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন। এসময় হীরা সাব-রেজিষ্টারকে বলেন, বাংলাদেশ নকল নবিশ এসোসিয়েশন রংপুরের মাধ্যমে কেন্দ্রীয় ঢাকা অফিসে এ টাকা দেয়া হয়েছে। শুধু আমাদের উপজেলা নয়। প্রত্যেক উপজেলায় কর্মরত নকল নবিশগন এ টাকা এসোসিয়েশনে জমা দিয়েছেন । এসময় উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের ভিতরে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বকুল মিয়া উপস্থিত সকল নকল নবিশদের নিকট জানতে চান তারা আসলে নকল নবিশ হীরাকে টাকা দিয়েছেন কিনা তখন সবাই হীরাকে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা চাকুরী জাতীয়করনের নামে দিয়েছেন বলে জানান।  

উপজেলা সাব-রেজিষ্ট্রার রিপন সরকার বলেন, আমার জানা মতে ঘুষ দিয়ে নকল নবিশগনের চাকুরী হবে না। এখানে আমার কোন কিছু বলার নেই। সেটা নকল নবিশ এসোসিয়েনের ব্যাপার। বাংলাদেশ নকল নবিশ এসোসিয়েশন রংপুরের সভাপতি রিয়াজুল ইসলাম ও কেন্দ্রীয় এসোসিয়েশন তেজগাঁও ঢাকার সভাপতি রফিকুল ইাসলামের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও মোবাইল রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth