বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে ৮ উপজেলা ও তিন পৌরসভায় বর্ণাঢ্য র্যালী

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে ৮ উপজেলা ও তিন পৌরসভায় বর্ণাঢ্য র্যালী হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে একটি র্যালী বের হয়। এতে কাউনিয়ার সারাই, বালাপাড়া, শহীদবাগ, হারাগাছ, টেপামধুপুর ও কুর্শা ইউনিয়নের বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীটি উৎসব মুখর করে তোলেন। র্যালীটি কাউনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান বাদল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার শাহাদত, কাউনিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিসহ অন্যরা।
বিএনপি নেতা এমদাদুল হক ভরসা বলেন, বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা একটি বর্ণাঢ্য র্যালী করেছি। সাধারণ জনগণ বিএনপি’র নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানিয়েছে। আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কাউনিয়া-পীরগাছাবাসী বিএনপি’র ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারে গিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবেন। এতে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের উন্নয়নের কথা তুলে ধরতে পারবে। কিন্তু বর্তমানে নির্বাচন বানচালের জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।