১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

2 weeks ago
107


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপী পালিত কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা রোপণ।

গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। ওইদিন সন্ধ্যার আগে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ। পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে ও বিএনপি নেতা সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি শামীম কায়সার লিংকন, বিএনপি নেতা সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুু জাফর লেলিন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম আলতাব হোসেন পাতা, যুগ্ম আহবাযক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু। এ ছাড়াও বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও আলোচনা সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth