ফুলবাড়ীতে ৪ পা বিশিস্ট বগা দেখতে জনতার ভিড়

আঞ্চলিক প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাখি প্রেমিক রশিদ পুকুরের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে ৪ পা বিশিস্ট এক কানি বগাকে। এনিয়ে উৎসুক জনতার ভীড় জমিয়েছে তার নিজ বাড়ীতে। এই ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লইয়ের বালাতারী গ্রামে।
স্থানীয়রা জানান,বড়লই বালাতারী গ্রামের দিনমজুর ক্ষুদ্র হাড়ি পাতিল ব্যবসায়ী পাখি প্রেমিক রশিদ দু’তিন দিন পূর্বে গ্রামে হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশে পুকুরে ছটফট করতে দেখেন একটি কানি বগা। পরে তিনি কৌশলে বগাটিকে উদ্ধার করে দেখতে পান তার ৪টি পা। বিষয়টি তাকে অবাক করায় বগাটি নিয়ে তিনি বাড়ীতে আসেন। এমন ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে তার বাড়ীতে উৎসুক জনার ভীড় জমে।
রশিদ জানান, তিন দিন আগে পুকুর পার থেকে ছটপট করা অবস্থায় বগাটি উদ্ধার করেছি। একটি পায়ের সমস্যা থাকায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিচ্ছি। পাখির প্রতি ভালোবাসা থেকে প্রতিনিয়ত যত্ন নিচ্ছি। বগাটিকে মাছ কিনে ও শিকার করে খাওয়া ব্যবস্থা করেছি। সে উড়তে পারে না। আমিতো পাখি প্রেমিক তাই তাকে খাঁচায় করে পালন করছি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, জেনেটিক কারণে বকটির ৪টি পা হয়েছে,। এর মধ্যে দুটি পা সচল ও দুটি পা অচল। বগাটি সুস্থ রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।