১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

নীলফামারীতে কাবাডিতে চ্যাম্পিয়ন ‘খোকশাবাড়ি সন্ন্যাসীতলা কাবাডি একাডেমি’

2 weeks ago
111


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে কাবাডি প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে খোকশাবাড়ি সন্ন্যাসীতলা কাবাডি একাডেমি।

গতকাল বিকেলে নীলফামারী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পলাশবাড়ি পরশমনি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলা শেষে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন উপস্থিত ছিলেন এ সময়।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া কার্যালয়ের (২০২৫-২০২৬) বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি দল অংশ নেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ঘিরে এই কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হর্য়

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth