১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নীলফামারীতেশিশু একাডেমির আয়োজনে হামদ ও নাত প্রতিযোগীতা

2 weeks ago
99


নীলফামারী প্রতিনিধি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি নীলফামারীর আয়োজনে প্রতিযোগীতা এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে (৬সেপ্টেম্বর) শিশু একাডেমি প্রাঙ্গণে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, শিশু একাডেমির আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাদুল মিয়া ও এ্যাডভোকেট মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, হামদ-নাত ও রচণা প্রতিযোগীতায় ১৫জনকে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth