১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

তারাগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

2 weeks ago
71


তারাগঞ্জ  (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে স্বর্ণের দোকানের ছাদের টিন কেটে নগদ টাকা স্বর্ণ অলংকার চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত  রাতে নতুন চৌপথী -কিশোরগঞ্জ সড়কের উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন জুয়েলার্স এর দোকানের টিন ও ছাদ কেটে নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় চোর চক্র। রাধামাধব জুয়েলার্সের মালিক উত্তম সরকার বলেন, প্রতিদিনের মতো সেদিন রাতেও দোকান বন্ধ করে চলে যাই।  পরের দিন বৃহস্পতিবার সকালে সকালে তালা খুলে দোকানে প্রবেশ করে দেখতে পাই দোকানের সবকিছুই এলোমেলো হয়ে পড়ে আছে। আমার দোকান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।  প্রায় দুই বছর আগেও রাধামাধ জুয়েলার্স এর দোকানে চুরির ঘটনা ঘটেছিল। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক ফারুক জানান, চুরির ঘটনাটি শুনেছি।অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth