লালমনিরহাটে ডিজিটাল হাজিরার আওতায় আসছে কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা

একরামুল হক একরাম,লালমনিরহাট সদর:
প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগ এ ডিজিটাল হাজিরার আওতায় আসছেন লালমনিরহাট সদরের কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগন।
আজ ৭(সেপ্টে:) রবিবার বিকালে কাজীর চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ৫ শতাধিক ফলজ চারাগাছ বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল এটেনটেন্স কার্ড বিতরণ করেন।
এ সময় প্রমোট বাংলাদেশ জেলা সুপারভাইজার নাহিদ হাসান বলেন, ডিজিটাল হাজিরার মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল মনিটরিং এর আওতায় আসবে। অভিভাবকগন এসএমএস এর মাধ্যমে তাদের সন্তানের প্রতিষ্ঠানে প্রবেশ এবং বাহির হওয়ার তথ্য পাবেন। প্রমোট বাংলাদেশের মাধ্যমে ডিজিটাল ফ্রিস কালেশন, ডিজিটাল রেজাল্টশীট ও নোটিশ একই প্লাটফর্মে পাবেন। প্রথমে সল্প পরিসরে শুরু করলেও সামনে পুরো জেলার সকল স্কুল,কলেজ ও মাদ্রাসায় এই কার্যক্রম চালু করা হবে বলেন জানান তিনি।
প্রমোট বাংলাদেশের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ডিজিটাল এটেনডেন্স এর মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থিতি নিশ্চিত করবে। স্কুল ফাকি দেওয়ার ও সুযোগ থাকবেনা এটি ভালো উদ্যোগ। এসময় শিক্ষার্থীদের হাতে ফলজ চারাগাছ তুলে দেন তিনি।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান।সভাপতির সমাপনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকগন প্রোমোট বাংলাদেশের ডিজিটাল হাজির আওতায় আসায় আমার স্কুল মনিটরিং এ বিশেষ সুবিধা হবে।