১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

পীরগঞ্জের ছেড়াছেড়ির বিলে পোনামাছ অবমুক্ত করন

2 weeks ago
333


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছেড়াছেড়ির বিলে অনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকালে লালদিঘী মেলা হাবিব মিয়ার ইট ভাটা ছেড়াছেড়ির বিলে ১ টন মাছের পোনা অবমুক্ত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাহিদপুর জে এল নং ২৯৭ খতিয়ান নং ০১, দাগ নং ২৯৫, জলামহলের নাম ছেড়াছেড়ির বিল যার আয়তন ৩৩ একর ৬১ শতক। বিধি মোতাবেক ১৪৩২ হইতে ১৪৩৭ বাংলা পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার ৭ শত ২৬ টাকায় ইজারা দেয়া হয়েছে। পাঁচগাছি ইউনিয়ন মৎস্য জীবি সমবায় সমিতির লিঃ কে উন্নয়ন প্রকল্পে ইজারা প্রদান করা হয়েছে। পাঁচগাছি ইউনিয়ন থেকে কাবিলপুর ছেড়াছেড়ির বিল দূরবর্তী হওয়ায় ছেড়াছেড়ির বিল উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা এমদাদুল হক এর বাড়ি সংলগ্ন হেতু স্থানীয় মৎস্যজীবিদের মধ্যে উভয়পক্ষের চুক্তিভিত্তিক সভাপতি জয়দাল মিয়া এমদাদুল হকসহ স্থানীয় মৎস্যজীবিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছেড়াছেড়ি বিলের উন্নয়ন প্রকল্পে উপদেষ্টা এমদাদুল হকসহ স্থানীয় মৎস্যজীবি সমিতির সদস্যগন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth