১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ফুলছড়িতে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

2 weeks ago
154


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বাস্থ্য-পুষ্টি বিষয়ে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের কক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (পরিবর্তন) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মুস্তাফিজুর রহমান ও প্রভাষক ফজলুল হক। সংস্থার প্রকল্প অফিসার রেখা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা জয়নাল আবেদীন ও গোলাম মোস্তফা।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা দূর করতে ধর্মীয় নেতাদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা আরও জানান, প্রতি মাসে নারী ও শিশু নির্যাতন, সন্তান প্রতিপালনে পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা আয়োজন করা হবে।

কর্মশালায় উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth