১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বদরগঞ্জে বিষ খেয়ে একজনের মৃত্যু

2 weeks ago
268


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে বিষ পানে ফিরোজ আহম্মেদ ব্রাইট (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরশহরের সিওরোড এলাকায়। সিওরোড এলাকার ব্রাইট মৃত ফয়েজ আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্রাইট দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নিজ বাড়িতে বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকে। পরিবারের লোকজন মাটিতে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর লোকজন আরো বলেন, ব্রাইট দীর্ঘ ১০ বছর ধরে নেশায় আসক্ত ছিল। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে ডাক্তার দেখিয়েছে। কিন্তু ভালো হয়নি। সোমবার সকাল ৯ টার দিকে বিষ খেয়ে আত্মহত্যা করেছে হলে জানিয়েছেন।

বদরগঞ্জ থানার কর্মকর্তা ওসি একেএম আতিকুর জানান, ফিরোজ আহমেদ ব্রাইট নামের এক জন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth