১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

চিলমারীতে হতদরিদ্রদের জন্য লেট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

2 weeks ago
99


গোলাম মাহবুব,চিলমারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে জনস্বাস্থ্য বিভাগের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে টুইন পিট ল্যাট্রিন নির্মাণ,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে নামে মাত্র প্রকল্পের কাজ করা এবং কাজ শুরু করে বছরের পর বছর ফেলে রাখার অভিযোগ রয়েছে জনস্বাস্থ্য দফতরের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। তিনি রংপুরে অবস্থান করে সপ্তাহে ২/৩দিন অফিস করারও অভিযোগ রয়েছে।মানা হচ্ছে না কোন নিয়ম-নীতি।দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ পড়ে থাকায় ভোগান্তিতে রয়েছে সুবিধাভোগী সাধারন জনগন।

উপজেলা জন স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে,মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে স্থাপনকৃত টুইন পিট ল্যাট্রিন নির্মাণ ২০২৫ এর আওতায় উপজেলার প্রতি ইউনিয়নে ২২৯টি হিসাবে ৬ইউনিয়নে মোট ১হাজার ৩৭৪টি টুইন পিট ল্যাট্রিন নির্মাণের বরাদ্দ দেয়া হয়। এতে প্রতিটি ল্যাট্রিনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০হাজার টাকা। সে মোতাবেক প্রতি লেট্রিন ৩০হাজার টাকা হিসাবে ১হাজার ৩৭৪টি লেট্রিনের মোট নির্মাণ ব্যয় ৪কোটি ১২লক্ষ ২০হাজার টাকা।আর ্এসব ল্যাট্রিন নির্মাণের কাজ পান কুড়িগ্রামের আমিনুল ইসলাম,বগুড়ার সিরাজসহ একাধিক ঠিকাদার। ল্যাট্রিন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়মর সাথে জড়িত জনস্বাস্থ্য দফতরের উপ-সহকারী প্রকৌশলীর উত্তম কুমার সিংহ। প্রতিটি ল্যট্র্রিনের পিছনে ১০ হাজারেরও কম টাকা ব্যয় করে নামে মাত্র ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়। তিনি রংপুরে অবস্থান করে সপ্তাহে ২/৩দিন অফিস করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়.উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কোদালধোয়ারপাড় এলাকার সুবিধাভোগী জয়নাল মিয়ার বাড়ীতে একটি টুইন পিট ল্যাট্রিন নির্মাণের কাজ হয়। সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে। ওই বাড়ীর গৃহকর্ত্রী মেরেজা বেগম বলেন ইটের রাবিস দিয়ে ঢালাইয়ের কাজ করছে তারা। একই এলাকার গোলজার মিয়াও একটি টুইন পিট ল্যাট্রিন পান। তার স্ত্রী মোর্শেদা বেগম বলেন, স্থানীয় ফিরোজ মিয়া নামে এক ব্যাক্তিকে ৪হাজার টাকা দিয়ে ল্যাট্রিন বরাদ্দ নেয়া হয়েছে,কিন্তু কাজ অনেক নিম্নমানের হয়েছে।কোদালধোয়া এলাকার টাওয়ার সংলগ্ন বক্তার আলীর বাড়ীতে আশ্রয় নেয়া আক্কাছ আলী নামে এক ব্যাক্তির বাড়ীতে অনিয়ম করে লেট্রিন বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার রমনা ইউনিয়নের ভরটÍপাড়া(নয়াগ্রাম) এলাকার গোলজার আলীর স্ত্রী রওশন আরা বেগম বলেন,তার বাড়ীতে লেট্রিন বসানোর জন্য নিয়ে আসা ১০টি রিংয়ের মধ্যে ৬টি রিং হাত দিয়ে ধরতেই ভেঙে যায়। পরে তার নিজ অর্থায়নে ১হাজার ৮০০টাকা ব্যয় করে ৬টি নতুন রিং ক্রয়ের কথা জানান তিনি। একই এলাকার শাহ আলম মিয়ার ৩টি রিং নষ্ট হলে নিজ অর্থায়নের কিনে নেয়ার কথা জানান তিনি। এছাড়াও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টুইন পিট ল্যাট্রিন নির্মাণের বরাদ্দ অনুযায়ী খুটি,কাঠ,টিন ও রিং-স্লাভসহ বিভিন্ন সামগ্রী নিম্নমানের দেয়ায় হস্তান্তরের আগেই এগুলো প্রায় অকেজো হয়ে পড়ছে।   

অপরদিকে মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ ও স্বাস্থ্য বিধি প্রকল্প ২০২২-২৩ এর আওতায় কমিউনিটি বেজ(৪০পরিবার) গভীর নলকুপের মাধ্যমে নিবাপদ পানি সরবরাহ প্রকল্পের ৩৫টি কাজ,কমিউনিটি বেজ লার্জ স্কিম(৩৫০-৪০০ পরিবার) ২টি কাজ, সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ (১০পরিবার) প্রকল্পের ৪২টি কাজ ও ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ভোগান্তিতে রয়েছে সুবিধাভোগীরা।

ঠিকাদার আমিনুল ্ইসলাম বলেন, আমি চিলমারী উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৯১৬টি লেট্রিনের কাজ পেয়েছি। লেট্রিন নির্মাণের জন্য লোকাল উদ্যোক্তা নিয়োগ দেয়া রয়েছে। আমি প্রতিটি লেট্রিনের জন্য টিন,প্যান ও ওয়াই জংশন এই তিনটি জিনিস সরবরাহ করি। বাকি দায়িত্ব সংশ্লিষ্ট উদ্যোক্তাদের, তবে কাজ খারাপ করার সুযোগ নেই।

বগুড়া এলাকার অপর ঠিকাদার সিরাজ সাহেব জানান,আমি মাত্র ২২৯টি লেট্রিনের কাজ পেয়েছি। গরীব মানুষের কাজ আমি সঠিকভাবে করেছি বলে জানান তিনি।

উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ জানান,উপজেলার ৬ইউনিয়নের প্রতিটিতে ২২৯টি হিসাবে উপজেলায় মোট ১হাজার ৩৭৪টি টুইন পিট ল্যাট্রিন নির্মাণের বরাদ্দ এসেছে। এ পর্যন্ত ৫০০লেট্রিনের কাজ শেষ হয়েছে। কাজগুলি জেলা অফিস থেকে বরাদ্দ হয়ে থাকে তাই আমি বিশেষ কিছু জানিনা বলে ফোন রেখে দেন তিনি।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth