১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তার  অনিয়ম-দূর্নীতির অভিযোগ তদন্ত

2 weeks ago
203


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ তদন্ত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে দিনভর তদন্ত করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক ও অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল ইসলাম। এ সময় তারা স্থানীয় কৃষক, অভিযুক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম ও অভিযোগকারী দপ্তরের নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন।

তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন, গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সাবেক নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ তোলেন। এনিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সত্যতা যাচাই করার জন্য তদন্ত করা হয়েছে। তদন্তকালে যেসব তথ্য পাওয়া গেছে, তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে দেয়া হবে।

উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের বিরুদ্ধে সরকারী বীজ কৃষকদের সরবরাহ না করে বাহিরে বিক্রি, ভূয়া বিল-ভাউচার দেখিয়ে অর্থ উত্তোলন করে আত্মসাত, প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশিক্ষণে যুক্ত করা, বদলী-হয়রানিসহ নানা অভিযোগে ওই দপ্তরের সাবেক নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। এ বিষয়টি গণমাধ্যমে আসলে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরী হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth