১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বদরগঞ্জে চাঞ্চল্যকর শান্তা হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামি গ্রেফতার

2 weeks ago
105


আসামি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে শরীরে পেট্রোল ঢেলে দিয়ে শান্তা নামের এক নারী (৩০) কে পুড়িয়ে হত্যা করে ভুট্রা ক্ষেতে রেখে যাওয়া মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলী(৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল সোমবার (৮সেপ্টেম্বর) বিকালে তথ্য প্রযুক্তি মাধ্যমে নীলফামেরী জেলার সৈয়দপুর থানা এলাকার তেলিপাড়া বিমানবন্দর এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রধান আসামি মোহাম্মদ আলী রাধানগর ইউনিয়নের মৌয়াগাছ স্কুল পাড়া গ্রামের আবুজার শাহ এর ছেলে।তিনি ওই হত্যাকাণ্ডের পরে পলাতক ছিলেন।

জানা যায়, গত (২৩ শে ফেব্রুয়ারী) উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালিরহাট সংলগ্ন কামারের ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্রা ক্ষেতে আগুনে ঝলসানো লাশ পড়ে থাকে। সেই লাশের মুখ ও শরীর আগুনে ঝলসে দেয়ায় চেহারা বিকৃত ছিল। তার একটি হাত ক্ষুধার্ত শেয়ালে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। তাই তাকে চেনা যায়নি। স্থানীয়রা ওই নারীর লাশ দেখে পুলিশে খবর দেয়।বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে ঝলসানো অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।পরে আগুনে ঝলসানো সেই লাশের পরিচয় শনাক্ত করে বদরগঞ্জ থানায় পুলিশ।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, শান্তা নামের ওই নারীকে আগুনে ঝলসে দিয়ে ভুট্টা ক্ষেতে পেলে রেখে গিয়েছিল মোহাম্মদ আলী। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল সোমবার তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, চাঞ্চল্যকর শান্তা হত্যাকাণ্ডের পর ভুট্রা ক্ষেতে রেখে যাওয়া সেই প্রধান পরিকল্পনাকারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth