১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

2 weeks ago
82


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার নিতা ফ্লোরা দাস, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিমুল ইসলাম, কালিয়াগঞ্জ সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টঙ্কনাথ সরকার, দক্ষিণ মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফি উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, তিথি সিং, প্রদীপ রায়, গোলাম সাকলাইন, চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাস, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। ২৫ জন শিশু ও ২৫ জন অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের প্রাপ্ত অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমাদের বিশ্বমানের ভবিষ্যৎ গড়তে ইংরেজি শিখতে হবে, বলতে হবে এবং লিখতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth