১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার

2 weeks ago
73


আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে অনলাইনে বিজ্ঞাপন দেখে পোশাক কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন ঘোড়াঘাট পৌরশহরের আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী। দীর্ঘ সাত মাস পর ঘোড়াঘাট থানা পুলিশের তৎপরতায় সেই খোয়া যাওয়া টাকা ফিরে পেল তারা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশ উদ্ধার হওয়া টাকা স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। টাকা ফেরত পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। শিক্ষার্থীরা জানায়, তারা টাকা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। এত দিন পর টাকা ফেরত পাবে, তা তারা কল্পনাও করেনি ফিরে পাবার আশা করেনি। এ বিষয়ে অভিযোগকারী স্কুলের সহকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, "আমরা তো টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশ যে এর পেছনে এত লেগে থাকবে এবং টাকা উদ্ধার হবে, তা ভাবতেই পারিনি। আজ টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। এজন্য পুলিশকে ধন্যবাদ।" অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ জানান, "কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনাটি শুনে খারাপ লেগেছিল। তাই তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৭ মাস ধরে চেষ্টা চালিয়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে টাকা উদ্ধার করতে সক্ষম হই। টাকা উদ্ধার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।"ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, "উদ্ধার করা টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।"

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth