১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ঘোড়াঘাটে ভুয়া এনজিও চালিয়ে প্রতারণা, জনতার হাতে আটক প্রতারক

2 weeks ago
30


আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার নয়া কৌশল! "ওয়েভ ফাউন্ডেশন" নামে ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের রক্ত-ঘাম ঝরানো টাকা হাতিয়ে নিচ্ছিল আনোয়ার হোসেন জুয়েল নামে এক প্রতারক। অবশেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলোগাড়ী বাজার এলাকায় জনতার হাতে ধরা পড়ে যায় এই প্রতারক। পরে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন। আটককৃত আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বুনি গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, জুয়েল সাধারণ মানুষকে লোন দেওয়ার প্র্রলোভন দেখাতেন। "ওয়েভফাউন্ডেশন” নামের ভুয়া এনজিওর সদস্য হওয়ার কথা বলে তিনি মানুষের কাছ থেকে ২০০, ৫০০ থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন। শুধু তাই নয়, এনজিওতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েও তিনি অসহায়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। তাঁর প্রতারণার অংশ হিসেবে একটি ভুয়া এম.আর সনদও ব্যবহার করতেন। যার নম্বর-০৪৯০৮-০০৬০৭-০০২৩। বলোগাড়ী বাজার এলাকার ব্যবসায়ী সুমন মিয়া বলেন, “আমাকে তিন

লক্ষ টাকা লোন দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা নিয়েছে। পরে আর খোঁজই পাওয়া যায়নি। আজ বুঝলাম সবই ছিল প্রতারণা।” স্থানীয় এক মহিলা জানান, “চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়েছে। পরে আর কোনো চাকুরীর কোন খবর পাইনি।” ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "জনতার হাতে আটক হওয়া জুয়েলকে থানায় আনা হয়েছে। বিষয় টা যাচাই বাছাই করা হচ্ছে যাচাই বাছাই শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়দের দাবি, শুধু জুয়েল নয়, এলাকায় সক্রিয় অন্য প্রতারকদেরও খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth