১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরে  ট্রাকের ধাক্কায় নছিমন খাদে, গরু পায়রাবন্দের ব্যবসায়ি নিহত

2 weeks ago
56


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন মহাসড়কের পাশে খাদে উল্টে গিয়ে একজন গরু ব্যবসায়ি নিহত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কাউনিয়া  উপজেলার শহীদবাগ ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ি আমজাদ হোসেন (৫৮) মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকোঠা বিশ্বনাথপুরের মৃত ফজল মেম্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালনিরহাটের বড়বাড়ী হাটে গরু বিক্রি করে নছিমনে করে নিজবাড়ি ফিরছিলেন গরু ব্যবসায়ি আমজাদ হোসেন। দুপুর পৌনে ২টার দিকে কাউনিয়া উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নছিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে নছিমন চালকের পাশে বসে থাকা গরু ব্যবসায়ি আমজাদ হোসেন নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

দুর্ঘটনার ঘটনার বিষয়টি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, রংপুর কুড়িগ্রাম মহাসড়কের অজ্ঞাত ট্রাকের বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন (ভটভটি) সড়কের পাশে খাদে পড়ে গিয়ে একজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত গরু ব্যবসায়ির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth