১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

পীরগঞ্জের জলাবদ্ধতা বিল পরিদর্শনে বিএমডিএ

2 weeks ago
60


আজাদুল ইসলাম আজাদ, পীরগঞ্জ রংপুর:

রংপুরের পীরগঞ্জে কয়েকটি বিলে দীর্ঘদিন থেকে  জলাবদ্ধতা সৃষ্টি। ফসলের চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ। জলাবদ্ধতা দূর করতে চরম উত্তেজনা এবং হতাশায় ভুগছেন এলাকার ভুক্তভোগী চাষিরা। পাঁচগাছি ইউনিয়নের বামনিসহ ৫ টি  বিলের পানি নিষ্কাশনের বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা এবং ক্ষোভের সৃষ্ট হলে উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে গিয়ে পানি নিষ্কাশনের বিষয়টি সমাধানের চেষ্টা করে। অপরদিকে এলাকাবাসী সমাধান না পেয়ে রংপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) কে বিষয়টি অবগত করলে গত কাল জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ)  রংপুর সার্কেল এট প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খান। তিনি পীরগঞ্জে বামনির বিল পরিদর্শন শেষে স্থানীয় লোকজনের সাথে আলোচনায় বসেন এবং  এলাকাবাসীকে জলাবদ্ধতা নিরসনের জন্য সঠিক পরামর্শ দেন। পাঁচগাছি ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একরামুল হক, এসোগড়ি সমাজ বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি মেহেদুল ইসলাম মিদুল, সাবেক ইউপি সদস্য মধু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  উল্লেখ, ৫ টি বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর এবং ঘরবাড়ি নির্মাণ করা হলে গত ১৪ বছর থেকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে এলাকার হাজার হাজার বিঘা কৃষি আবাদি জমি অনাবাদি হয়ে যায়। যে কারনে এলাকার লোকজনের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth