১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

আমন ধান নিয়ে কৃষকেরা স্বপ্ন দেখছে

2 weeks ago
75


আঃ রহিম, পাগলাপীর (রংপুর):

রংপুর সদর উপজেলার, (পাঁচ) ইউনিয়নে মাঠ জুড়ে সবুজের সমারোহ।

বাতাসে আমন ধানের সবুজ ঢেউ রংপুর সদর উপজেলার কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান

গাছের সবুজ পাতা। আমন ধান নিয়ে কৃষকের স্বপ্ন। সবুজ ধানের ক্ষেত দেখে আনন্দে বুক ভরে উঠছে কৃষকের

মন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক

প্রয়োগের কারণে আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও রংপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ

অধিদপ্তর। কদিন পরেই ধানের সবুজ চারায় কাঁচা শিষ আসবে এবং কাঁচা শিষ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর

সোনালী ধানের শিষে ঝলমল করবে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে

উঠবে আনন্দের ছোঁয়া। রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষক-কৃষাণীর শূন্য গোলা। আমন মৌসুমকে ঘিরেই

স্বপ্ন দেখে রংপুর সদর উপজেলার চাষিরা। ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল-সতেজ চারা এবং

শিষ বের হবে। তাই এবার ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি

আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে, রংপুর

সদর উপজেলার, (পাঁচ) ইউনিয়নে বিভিন্ন এলাকায় আমন ধানের মাঠে সবুজের সমারোহ। কৃষকরা মাঠে সকাল

থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের সেচ, সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার নিয়ে ব্যস্ত সময় পার

করছেন। স্থানীয় কয়েকজন কৃষকেরা জানান, রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও

পরামর্শে চাষাবাদকৃত আমন ধান গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। এবার পূরণ হবে কৃষকের স্বপ্ন। এদিকে

রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ বলেন আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন

বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হবে। উপজেলা কৃষি অফিসার আফরিন

বিনতে আজিজ আরো বলেন শেষ পর্যন্ত আবহাওয়া অনূকূল ভালো থাকলে আশা করছি কৃষকেরা তাদের

কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন। আমরা কৃষকদের সব ধরনের কৃষি পরামর্শ দিয়ে সাহায্য করে

আসতেছি।(ছবি

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth