১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ফুলছড়িতে প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে উত্তেজনা

2 weeks ago
72


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন নিয়ে ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। নীতিমালা উপেক্ষা করে কলেজটি স্থাপনের উদ্যোগ গ্রহন করায় এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর) কাতলামারী গ্রামে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। এক পর্যায়ে তারা ফুলছড়ি-গাইবান্ধা সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখেন। এসময় তারা দাবী করেন, চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য অবহেলিত এ অঞ্চলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য অত্র এলাকার নাম উঠে এসেছে। কিন্তু একটি মহল সেটা বানচাল করার চেষ্টা করছেন।

অপরদিকে প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি সরকারি নীতিমালা মেনে উপজেলা সদর এলাকায় স্থাপনের দাবিতে গত রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরের বাসিন্দারা। এখানকার লোকজনের দাবী সরকারের নীতিমালার মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে ৫ কিলোমিটারের মধ্যে কলেজটি স্থাপন করতে হবে। কিন্তু এ নিয়ম উপেক্ষা করে দুরবর্তী গ্রাম কাতলামারীতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবী একটি সিন্ডিকেট জমি নিয়ে ব্যবসা করতেই এ অপচেষ্টা চালাচ্ছে। কাতলামারীতে হলে কোন উপকার হবে না এতে কিছু সিন্ডিকেট লাভবান হবে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সেখানে হলে শিক্ষক-কর্মচারীরা দূরে গিয়ে থাকতে চাইবেন না, শিক্ষার মান কমে যাবে। শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হবে।

এদিকে সরকারি নিয়মানুযায়ী কলেজ স্থাপনের জন্য এলাকার সচেতন নাগরিকবৃন্দ ও জনপ্রতিনিধিরা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth