১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

শিবিরের বিরুদ্ধে  ছাত্রদল ভিপি প্রার্থীর অভিযোগে সংবাদ সম্মেলন

2 weeks ago
52


ঢাকা অফিস:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অসঙ্গতি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অভিযোগ করেছেন ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন।

শেখ সাদী হাসান সংবাদ সম্মেলনে বলেন, জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে  নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্রশিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য আগে থেকেই নীলনকশা করে রেখেছে বলে আমরা মনে করছি।

তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে, নতুন করে ব্যালট পেপারে দাবি জানালে, তারা বিষয়টি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তার পরও আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। শিবিরের নীলনকশা বাস্তবায়নের সুযোগ দেবে না।

জাবি ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, আমরা শুনতে পাচ্ছি- জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশে পাশে জড়ো হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। যার ফলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দেওয়ার আকাঙ্খা হারাবেন। গেটের বাহিরে জামায়েতের লোক কি কাজ করে, আমরা বুঝতে পারছি না।

আমাদের প্রতিদিন/ মানিক

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth