মিঠাপুকুরে আলোচিত ইউএনও জিল্লুর রহমানের বদলী

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানকে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে সুত্রে, মোঃ জিল্লুর রহমানকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। জিল্লুর রহমান চলতি বছরের ২৪ই জুন মিঠাপুকুরে ইউএনও হিসেবে যোগদান করেন। মাত্র ২ মাস ১৭ দিনে বদলী হলেন তিনি। মিঠাপুকুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করে বদলী হলেন ইউএনও জিল্লুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লিখিত তথ্যমতে ইউএনও জিল্লুর রহমানের স্থলে সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ কে ইউএনওর দায়িত্বভার দেয়া হয়েছে। নতুন ইউএনও যোগদান না করা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ ইউএনওর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মিঠাপুকুর ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে জিল্লুর রহমান নানা আর্থিক বিষয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি, উপজেলা পরিষদ চত্তরে গভীর নলকুপের পাইপ তুলে বিক্রি সংক্রান্ত পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। এছাড়াও মিঠাপুকুরের ঐতিহ্যবাহী পুকুর লিজকে কেন্দ্র করে অভিযোগ ছিল একাধিক ব্যক্তির।এরকম নানা ঘটনায় আলোচিত হয়ে ওঠেন ইউএনও জিল্লুর রহমান।