খালাশপীর হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন।
আজ বহস্পতিবার বিকালে খালাশপীর মা ও শিশু হাসপাতালে ৩ টি ইউনিয়নের লোকজনের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, এই ১০ শয্যা হাসপাতালটি চালু করা হলে ৩ টি ইউনিয়নের লোকজন চিকিৎসা সেবা পাবে। কোটি কোটি টাকা ব্যায়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। অথচ এখানে কোনো চিকিৎসক বসে না। দুই জন্য স্বাস্থ্য বিষয়ক লোক রাখা হয়েছে এ হাসপাতালে। এটি দূরত্ব চালু করে মা ও শিশুর সেবা নিশ্চিত করতে হবে। ১ সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু না হলে এলাকাবাসী কঠোর কর্মসূচি গ্রহণ করবে। এতো বড় একটি প্রতিষ্ঠান সেখানে কেন চিকিৎসক নেই। স্বাস্থ্য খাতের অবস্থা এতো লাজুক কেন, প্রধান উপদেষ্টা বরাবর স্বরলিপি প্রদান করা হবে। পীরগঞ্জের মদনখালী ইউনিয়নে শহীদ আবু সাঈদ এর বাড়ি আর সেই ইউনিয়নে মা ও শিশু হাসপাতাল। আমরা এখানে নিয়মিত ভাবে ডাক্তার চাই এলাকার মানুষ হয়রানি হতে চায়না।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সকল দলের লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে এলাকার শতশত লোকজন অংশ নেয়।