চিলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা দল’র উদ্যোগে র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল বারী সরকার।মহিলা দলের সাধারন সম্পাদক জেয়ারা খাতুন রোজির উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু হানিফা,যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু ও মো.ফজলুল হক,উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রোকাইয়া আক্তার লুনা, কোষাধ্যক্ষ শাহানাজ সুলতানা,যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী আরা রিনি,সদস্য আঞ্জুমানারা বেগম, কনা বেগম প্রমুখ।
আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলা মহিলা দলের পক্ষ থেকে বিশেষ কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রতিটি পাড়ায় পাড়ায় উঠান বৈঠক আয়োজন,প্রতি ওয়ার্ডের গোলটেবিল বৈঠক, ৩১দফা কর্মসূচীর লিফলেট বিতরণ,প্রজেক্টরের মাধ্যমে দলীয় ৩১দফা দাবী উপস্থাপন,মহিলা দলের সদস্য সংগ্রহ এবং ইউনিয়ন ভিত্তিক কর্মীসভা ইত্যাদি। কর্মসূচী ঘোষনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রোজি।