কাউনিয়ায় ৯৯৯ ফোন পেয়ে অটো চুরির চেষ্ঠায় যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় জাতীয় জরুরী সেবার মাধ্যমে খবর পেয়ে অটোরিক্সা চুরির চেষ্ঠাকালে আটক লিটন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিটন মিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য হরিশ্বর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে ৩৭৯ ও ৫১১ ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহা।
তিনি বলেন, বুধবার রাত আটটার দিকে উপজেলার কুর্শা গ্রামের হারুন মিয়া ধর্মেশ্বর এলাকায় স্থানীয় সিএনজি পেট্রোল স্টেশনের সামনে ভাড়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা রেখে হোটেলে চা খাচ্ছিলেন। এসময় লিটন মিয়া কৌশলে অটোরিক্সা চুরি করে পালিয়ে যাওয়া চেষ্ঠা করে। চালকের চিৎকারে স্থানীয় লোকজন অটো চোর লিটনকে আটক করে মারধর করে। পরে তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে উপস্থিত উত্তেজিত লোকজনকে শান্ত করে পুলিশ। পরে স্থানীয় লোকজন লিটনকে পুলিশের কাছে সোপর্দ করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহা বলেন, এ ব্যাপারে বুধবার রাতে অটোরিক্সা মালিক বাদী হয়ে লিটনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।