১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা

1 week ago
43


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের অবস্থিত ৮৪ বছরের পুরনো  দিলালপুর ছাতারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। ভবনের পলেস্তরা খসে পড়ছে, দেওয়ালে দেখা দিয়েছে ফাটল।এমনই পরিবেশে ঝুঁকি নিয়ে ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়তে আসে শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৩০ জন শিক্ষার্থী রয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়ের ভবনটিতে ছাদ থেকে ঝরে করছে বালু সিমেন্টের গুড়া। বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষের ভেতর স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে। ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থাকলেও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে একতলা নতুন ভবন পান ওই বিদ্যালয়টি। ওই সময় ধরেই বিদ্যালয়ে পাঠদান করে আসছেন তবে দশ বারো বছর পর ভবনটি থেকে ছাদ থেকে ঝরে পড়ছে। ভবনের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বিদ্যালয়ের মাঠে বৃষ্টি হলে পানি জমে থাকে বলে জানিয়েছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে। বিকল্প কোনো ভবন না থাকার কারণে বাধ্য হয়ে সেখানেই পাঠদান করতে হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখানে নতুন ভবন প্রয়োজন।

তিনি বলেন, আমাদের স্কুলটি অবকাঠামোর দিক থেকে অন্যান্য স্কুল থেকে পিছিয়ে রয়েছে। বিদ্যালয়ের ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে প্রাথমিক বিদ্যালয়টিতে সভাপতি নিয়োগ দিয়ে রেখেছিল। বিদ্যালয়ে কোন উন্নয়ন করেননি শুধু নিজের আখের গুছিয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের বড় বড় গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ওই আওয়ামী লীগের সভাপতি।

এ বিষয় জানতে বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুজ্জামান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সহকারি শিক্ষা অফিসারকে দেখিয়ে দেন।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, দিলালপুর ছাতারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই  বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth