১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

কুড়িগ্রামে দুধকুমার নদে ডুবে বৃদ্ধা নিখোঁজ

1 week ago
85


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদে পড়ে আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বৃদ্ধা ওই ইউনিয়নের মৃত জবুউদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিখোঁজ ওই বৃদ্ধা দুধকুমার নদের পাশ দিয়ে হেটে আত্মীয় বাড়ি যাওয়ার সময় নদে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা দেখে তাৎক্ষণিক ভাবে নদে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তল্লাশি করলেও তাকে পাওয়া যায়নি।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করেও ওই বৃদ্ধার সন্ধান পাননি। রাত হয়ে যাওয়ায় আজকের মানে তল্লাশি সমাপ্ত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth