১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

অনলাইন জুয়ায় টাকা হেরে যুবকের আত্মহত্যা

1 week ago
91


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় বিভিন্ন জনের কাছে টাকা ধার করে অনলাইন জুয়া খেলায় অর্থ হেরে হতাশাগ্রস্থ হয়ে কীটনাশক পানে অসুস্থ তরুন আসিফ আলী (২০) মারা গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যায় আসিফ। নিহত আসিফ আলী উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।                   

নিহতের স্বজনদের ভাষ্য মতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, তরুন যুবক আসিফ গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে ছিলো। সে বিভিন্ন জনের কাছে টাকা ধার নিয়ে করে জুয়া খেলতো।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আসিফ বিভিন্ন জনের কাছে ধার নেয়া ঋণ পরিশোধের জন্য তার পিতার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নেয়। কিন্তু সে ঋন পরিশোধ না করে আবারও সে অনলাইনে জুয়া খেলে। জুয়া খেলায় অর্থ হেরে হতাসাগ্রস্থ হয়ে সন্ধা ৭ টার দিকে উপজেলার পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর তীরবর্তী স্থানে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পরে আসিফ। পরে স্বানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ শুক্রবার দুপুরে মারা যায়।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, এ ব্যাপারে নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২১, তাং-১২.০৯.২০২৫)।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth