১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরে দূর্গাপূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

1 week ago
102


শারদীয় দুর্গা পূজায় সবার সহযোগিতা চাই--ডা. নিখিল

নিজস্ব প্রতিবেদক:

ইশ্বরী করুনাময়ী কালীবাড়ী সভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগর শাখার আহবায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেছেন শারদীয় দূর্গাপূজা সনাতন হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সর্ববৃহৎ উৎসব সাড়া বাংলাদেশে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। জাতি ধর্ম, বর্ন নির্বিশেষে সবাই এই পূর্জার আনন্দ উপভোগ করে থাকে আদিকাল থেকে। তাই পূর্জাকে সার্থক করতে সবার সহযোগিতা প্রয়োজন। গতকাল শুক্রবার রাত ৭:৩০ মিনিটে রংপুর ধর্মসভা মন্দিরে রংপুর দূর্গাপূজা উদযাপন কমিটি রংপুর জেলা ও মহানগর কমিটির মতবিনিয়ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দূর্গাপূজা উপলক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের সভাপতি বাবু রাম কৃষ্ণ সোমানী, ধর্মসভার সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যান ফ্রন্ট মহানগর শাখার সদস্য সচিব সুনিল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস। বক্তব্য রাখেন মাহিগঞ্জ ডিমলা মন্দিরের সম্পাদক সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল, ডিমলা মন্দিরের সদস্য মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, করুনাময়ী কালিবাড়ীর যুগ্ম সম্পাদক সুভরঞ্জন দেব বাবলু, যুগ্ম সম্পাদক গৌতম সরকার, বুড়িমা মন্দিরের পক্ষে সাগর দাস, বিমল দাস, ধাপ হরিসভা মন্দিরের সম্পাদক সিতু মহন্ত, বিশাল দাস প্রমুখ। বক্তারা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের যুগ্ম আহবায়ক উৎপল ভৌমিক। সুষ্ঠুভাবে পূজা পালনের জন্য রংপুর প্রশাসন ও পুলিশ বাহিনী সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth