কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের পরিবেশবাদী সংগঠন অরণ্য’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জিয়া পুকুর প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুর আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্যের উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা রবিউল ইসলাম। এসময় অরণ্যের সাধারণ সম্পাদক জামিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মীর মোসারফ, আজিজুল ইসলাম, রোকনসহ সদর উপজেলা কমিটির সদস্য গালিব, আবু যোবায়ের, কুড়িগ্রাম কলেজ কমিটির বন্যা খাতুন, মুন্নি, আইরিন, সোহাগ প্রমুখ অংশ নেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ নয়, গাছের সঠিক পরিচর্যা গুরুত্বপূর্ণ। মানুষের মৌলিক চাহিদা পূরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ অপরিসীম ভূমিকা রাখে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর কুড়িগ্রাম সীমান্ত কফি হাউজে আত্মপ্রকাশের পর থেকে অরণ্য কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রেলস্টেশনসহ নানা জনকল্যাণমূলক স্থাপনায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছর নবজাতকের বাড়িতে বৃক্ষরোপণের অনন্য উদ্যোগও ব্যাপক সাড়া ফেলেছে।