১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

1 week ago
94


ঠাকুরগাঁও প্রতিনিধি:

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে। দূর্গোপূজাকে সামনে রেখে তাদের বারবার অনুরোধের পর ১ হাজার ২শ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এর আগেও একই কথা বলেছিলাম। তবে দূর্ভাগ্যবশত প্রতিবেশি দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে। এবারে দাম বাড়িয়ে রাখা হয়েছে। 

অবৈধ রিং জাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। প্রতিষ্ঠান গুলোতে অভিযান পরিচালনা করছি৷ এসব রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোন ছাড় নেই।

এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন সহ কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth