১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

পীরগঞ্জে কালুপীর বাজারে ব্যারিস্টার রুকুনুজ্জামানকে ব্যাপক গণসংবর্ধনা

1 week ago
35


পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধ:

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে'র কালুপীর বাজারে ব্যাপক গন সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ফোরামের সদস্য ও রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার রুকুনুজ্জামানকে।

গতকাল রবিবার বিকেলে কালুপীর বাজার কমিটি'র আয়োজন বাজারে'র পীরচত্তরে এই সংবর্ধনা দেওয়া হয়।

সৈয়দপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী'র আমীর তহিদুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রুকুনুজ্জামান, কালুপীর বাজার কমিটির আহবায়ক আব্দুল সালাম, সাংবাদিক বিষ্ণুপদ রায়, কাপড় ব্যবসায়ী সুশীল মুখার্জী ও রুবেল ইসলাম, তানজিমুল সহ আরো অনেকে।

উল্লেখ্য, কালুপীর বাজারের দোকানদার দের উচ্ছেদের বিষয়ে হাইকোর্ট ডিভিশনে যে রিট পিটিশন দায়ের করা হয়েছিল এবং আইনিভাবে ডিসি-ইউএনওকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল মতোয়ালীদের। সেই উচ্ছেদের নোটিসটি ব্যারিস্টার রুকুনুজ্জামান, আইনি লড়াই করে হাইকোর্টের মাধ্যমে বেআইনি ঘোষণা করেছি এবং হাইকোর্ট ডিভিশনের রায় কালুপীর বাজারের দোকানদারের পক্ষে নিয়ে এসেছি।

আলোচনা শেষে ব্যারিস্টার রুকুনুজ্জামান হাইকোর্ট ডিভিশনের রায় এর ¯ট্যাম কালুপীর বাজারের দোকানদারের হাতে তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth