১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

মাওলানা ভাসানী সেতু এখন মানুষের মিলনমেলা

1 week ago
29


সুন্দরগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর দাঁড়িয়ে থাকা মাওলানা ভাসানী সেতু এখন আর কেবল যাতায়াতের পথ নয়, হয়ে উঠেছে মানুষের বিনোদনকেন্দ্র। প্রতিদিন বিকেলে ভিড় জমছে দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষের।

সন্ধ্যা ঘনালে সেতুতে দাঁড়িয়ে দেখা যায় তিস্তার বুক চিরে নৌকা চলার দৃশ্য। পশ্চিম আকাশে সূর্যাস্তের লাল আভা নদীর জলে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে মনোমুগ্ধকর পরিবেশ। কেউ ছবি তুলছেন, কেউবা নিরবে উপভোগ করছেন প্রকৃতির রূপ।

বিনোদনের জন্য রয়েছে শিশুদের চরকি ও বড়দের দোলনা। পাশাপাশি সেতুর দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। নারীদের জন্য চুড়ি, লিপস্টিক ও কসমেটিকস; শিশুদের জন্য খেলনা। খাবারের মধ্যে পাওয়া যাচ্ছে মিষ্টি, ফুচকা, ঝালমুড়ি ও পান।

রাত নামলে কমতে থাকে কোলাহল। তখন সেতুর নির্জন কোণে বসে কেউ কেউ মনের সুরে গেয়ে ওঠেন গান। সেই সুর ভেসে যায় তিস্তার জলে, যেন রাতের আকাশও তা শুনে থমকে দাঁড়ায়।

স্থানীয়দের মতে, মাওলানা ভাসানী সেতু এখন গাইবান্ধার মানুষের কাছে শুধু একটি সেতুই নয়, বরং মিলন, আনন্দ আর প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য ঠিকানা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth