১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরে অবৈধভাবে জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

1 week ago
42


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকায় সরকারি লীজ নিয়ে দীর্ঘদিন থেকে বসবাসরত ২২ টি অসহায়, দরিদ্র পরিবারকে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেখানে বসবাসকারীসহ আশপাশের এলাকাবাসী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বর সংলগ্ন বসবাসরত এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বাসিন্দা শ্রী শ্যামল দাসের নেতৃত্বে শাপলা চত্বর এলাকায় জমি দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ব্যাটারি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর হোসেন, তুহিন কাউন্টারের মালিক মাহমুদ হোসেনসহ এলাকাবাসী দুলাল, লাবু, ইব্রাহীম, ফজলু, একরামুল, এমদাদুল, আবুল হোসেন, শংকর, মেঘনাথ দাস, নয়ন, অমল কালা প্রমূখ।

মানববন্ধন সূত্রে জানা যায়, ১৯৬৮ সাল থেকে শাপলা চত্বর সংলগ্ন ৭২ শতাংশ জায়গা লিজ নিয়ে ২২টি পরিবার (যার মধ্যে হিন্দু পরিবার ১৭টি) বসবাস করছে, এছাড়ায় এই যায়গার মধ্যে রয়েছে ছোট কয়েকটি দোকান, তুহিন কাউন্টার, লেবার অফিস। যাদের এ বছরের লিজ নবায়নের জন্য রংপুর ডিসি অফিসে আবেদন করেন সকলে যা প্রক্রিয়াধীন রয়েছে।

কিন্তু এই জমিতে জাতীয় পার্টির সাবেক নেতা ও বর্তমান এনসিপির কর্মী শান্তি কাদেরী ও তার দলীয় লোকজন এই জায়গাটির লিজ নিতে ডিসি অফিসে আবেদন করে। এতে এলাকার অসহায় বাসিন্দারা উচ্ছেদের ভয়ে উদ্বিগ্ন হয়ে মানববন্ধনটির আয়োজন করে।

পরিশেষে মানববন্ধনে তারা বলেন, আমাদের পক্ষে লিজ নবায়ন না করা হলে ডিসি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে।

এ ব্যপারে শান্তি কাদেরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওখানে যারা আছে তারা ভূমিদস্যু, তারা অবৈধ ভাবে সেখানে বসবাস করছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth