১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

1 week ago
100


পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দির গুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রংপুর সদর উপজেলার মৃৎশিল্পীরা। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা।  সরেজমিনে রংপুর সদর উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি মন্দিরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় প্রতিমা। বাঁশ-কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে মাঝরাত পর্যন্ত কেউ কাদা প্রস্তুত করছেন, কেউ আবার কাদা দিয়ে প্রতিমার হাত-পা বানাচ্ছেন। মাটি লাগানোর কাজ শেষে প্রতিমা শুকিয়ে রং তুলির কাজ শুরু হয়েছে। এদিকে রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যেই পূজা মণ্ডপে পুলিশি তদারকি শুরু হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে। দুর্গাপুজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে।   

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth