১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

গঙ্গাচড়ায় বে-আইনি সমাবেশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

1 week ago
86


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভুটকা এলাকায় জমি দখলের হুমকি, মানহানিকর লিফলেট বিতরণ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুটকা পুরাতন জামে মসজিদের সভাপতি মোঃ শিহাব হাসান।

সোমবার (১৫ সেপ্টেম্বর)  রাত ৯টায়  গঙ্গাচড়ায় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মোঃ মোজাহিদুল ইসলাম আউয়াল (পিতা মৃত নেজাম উদ্দিন) তার সহযোগীদের নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছেন। আউয়াল এলাকায় বে-আইনি লোক সমাবেশ ডেকে এবং লিফলেট বিতরণ করে মসজিদের বৈধ সম্পত্তি জবরদখলের হুমকি দিচ্ছেন।

মোঃ শিহাব হাসান বলেন,গত ১২ সেপ্টেম্বর আউয়াল ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালান। তিনি প্রকাশ্যে হুমকি দেন যে, ৭ দিনের মধ্যে আমরা মামলা ছেড়ে না দিলে জজ কোর্টকে তোয়াক্কা না করে মসজিদের ওয়াকফ কৃত জমির ফসল কেটে নেবেন এবং আমাদের মিথ্যা মামলায় ফাঁসাবেন।

তিনি আরও জানান, এ বিষয়ে গঙ্গাচড়া থানায় জিডি নম্বর ৭৩৪, তারিখ ১৩/০৯/২০২৫ করা হয়েছে। এছাড়া জমি দখল প্রতিরোধে পূর্বে ১৪৪/১৪৫ ধারায় মামলা করা হয়েছিল, যা বর্তমানে জেলা জজ কোর্টে চলমান মামলার সঙ্গে যুক্ত হয়েছে।

মোঃ শিহাব হাসান অভিযোগ করে বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন আউয়াল । আমাদের সামাজিক ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বে-আইনি সমাবেশ বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ভুটকা পুরাতন জামে মসজিদটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৮ সালে ওয়াকফ এস্টেটভুক্ত হয় (ইসি নং-১৮৫৮৮)। বর্তমানে নিয়মিত কমিটি গঠনের মাধ্যমে মসজিদ পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সভাপতি মোঃ শিহাব হাসান আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইন আদালতের প্রতি আস্থা রেখেই সত্য প্রকাশ পাবে এবং কুচক্রী মহলের ষড়যন্ত্র ব্যর্থ হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth