১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরে পুলিশ কর্মকর্তা ও রিট পলিটেকনিক মালিকের অবৈধ সম্পদ ক্রোক করেছে দুদক

1 week ago
113


রংপুরে পুলিশ কর্মকর্তা ও রিট পলিটেকনিক শিক্ষকের কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক:

 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর নগরীর এসআই দুলাল হোসেনের তিনতলা বাড়ি এবং রিট পলিটেকনিক ইনস্টিটিউটের মালিকের বাড়ি ও মার্কেটসহ ১০১ শতক জমি ক্রোক করেছে রংপুর দুদক।

 

আজ বুধবার বিকালে আদালতের নির্দেশে এ সম্পদ জব্দ করে গেটের মধ্যে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে দুদকের বিশেষ টিম।

 

দুদক রংপুরের কর্মকর্তা জয়ন্ত সাহা বলেন, বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুরে চাকরিরত এসআই দুলাল হোসেন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ায় তিনতলা বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বাস করছেন। তার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার সম্পদের সাথে আয়ের মিল না থাকায় দুদক মামলা করেছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ওই পুলিশ কর্মকর্তাকে দুদক সম্পদের অর্জনের উৎস জানতে চাওয়া হলেও তিনি ওই বাড়ি তৈরি করার প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি।

 

অন্যদিকে, একই এলাকায় অবস্থিত আবু হেনা আশিকুর রহমান নামে রংপুর রিট পলিটেকনিক ইনস্টিটিউটের মালিকের বিরুদ্ধে ১০১ শতক জমিতে মার্কেট, বাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। তিনি প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই দুজনের সম্পদ যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন সে জন্য রংপুরের বিশেষ জজ আদালতে ক্রোক করার আবেদন করা হয়। আদালত তাদের সম্পদ ক্রোক করার আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী দুলাল হোসেন ও আবু হেনা আশিকুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

 

দুদকের অভিযানে সহকারী পরিচালক বেলাল হোসেন ও সমন্বিত কার্যালয়ের অন্য কর্মকর্তারা অংশ নেন।

রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠান প্রধান শাকিনুর আলম বলেন, এই অবৈধ সম্পদের বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তার খুব কাছের লোক দুদকে অভিযোগ করেন। তিনি বিষয়টি শুরু থেকেই কোন গুরুত্ব দেননি।তবে আমাদের স্যার অত্যন্ত ভালো মানুষ। সম্পদ জব্দের বিষয়ে তিনি বলেন আমরা ওই জায়গাটিতে রিট পলিটেকনিক ইনস্টিটিউট এর কার্যক্রম চালানো হতো এখন আর হচ্ছে না।

 

এ অভিযানে অংশ নেওয়া দুদকের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বলেন,পুলিশ কর্মকর্তা রিট পলিটেকনিকের মালিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। সম্পদগুলো যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারে সে জন্য আদালতের নির্দেশ অনুযায়ী ক্রোক করা হয়েছে।


 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth