গঙ্গাচড়ায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বিশ্ব কর্মা পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বিশ্ব কর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপী উপজেলার গঙ্গাচড়া সদরের ধামুর মন্দিরে ও বড়বিল ইউনিয়নের বাগপুর চোত্তাপাড়া মন্দিরে শ্রী শ্রী বিশ্ব কর্মা পূজা উদযাপন কমিটির আয়োজনে পূজা অর্চনা ও চতুর্থ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
রাতে ধামুরে পূজা অর্চনার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
আলোচনা সভায় তিনি বলেন, সবাই নিজ ধর্মের মূল শিক্ষা ধারণ করে সকল অন্যায়, অবিচার ও সহিংসতা পরিহার করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কোনো ধর্মেই সহিংসতার স্থান নেই। ধর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। কোনো অপশক্তি বিশৃঙ্খলা পাকিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে তা প্রতিহত করতে প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে।
আলোচনা সভায় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী, উপজেলা শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়, উপদেষ্টা শিবেন রায়, কোষাধ্যক্ষ সুধির বর্মন,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়, গজেন রায়সহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটি ধামুরের সভাপতি রবি চন্দ্র রায়।