১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

‎লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজির কর্মচারীদের টানা কর্মবিরতি

6 days ago
50


দীর্ঘ এক বছর থেকে বেতন না পাওয়া

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১বছরেও বেতন না পাওয়ায় গত ৪সেপ্টেম্বর থেকে থেকে লালমনিরহাটের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেতন না পাওয়ায় কর্মবিরতিতে অংশগ্রহণকারী সকল কর্মচারী ও তাদের পরিবার অসহায় জীবনযাপন করছে বলে জানান তারা।

বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি কালীগঞ্জে, লালমনিরহাটে এই কর্মবিরতি পালিত হয়।

এসময় তারা জানান, বেতন না পাওয়ায় ১৫ দিন ধরে এই কর্মবিরতী পালন করে আসছেন কর্মচারীরা। আন্দোলনকারী কর্মচারিদের সাথে কথা বলে জানা যায়, দ্রুত সকল জটিলতা দুর করে বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে এই কর্মবিরতি চলমান থাকবে।

কান্না জড়িত কন্ঠে প্রধান বাবুর্চি মোঃ কোরআনুল আলী বলেন, দীর্ঘ এক বছর বিনা বেতনে চাকরি করে ৭ মাস অসুস্থ থাকে মা মারা যান, টাকার অভাবে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারিনি।

কর্মবিরতি পালনর পারমতি রানী রায় বলেন, দীর্ঘ এক বছর ধরে বেতন না পাওয়ায় আমরা ২৪ জন কর্মচারী মানবতার জীবনযাপন করছি। আমার স্বামী নেই। সন্তানের পড়াশোনার খচর যোগাতে হিমশিম খাচ্ছি। আমার বাড়ি পঞ্চগড় থেকে এসে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজিতে কর্মরত আছি।

পরিচ্ছন্নতা কর্মী  আফরোজা খাতুন বলেন, অষ্টম শ্রেণীতে পড়া মেধাবী  ছেলের  লেখাপড়ার খরচ চলাতে পারছি না, ভালো কোন কোচিং সেন্টারে কোচিং করাতে পারছিনা। পরিবারের খরচ চালাতে  প্রতিদিনে ঋণের বোঝা বাড়ছে।

আইএলএসটি কর্মচারী ঐক্য পরিষদ  এর সভাপতি নাজমুল হাসান বলেন, আইবাস কোড উদ্বোতন কর্মকর্তাদের খামখেয়ালীর কারণে হচ্ছে না, দ্রুত ফাইল ঠিক করে বেতন ভাতা নিশ্চিত করতে হবে। না হলে এ আন্দোলন চলমান থাকবে।

এবিষয়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির সিনিয়র ইনসট্রাক্টর ডাঃ মোজাম্মেল হক বলেন, টানা কর্মবিরতিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সকল  শিক্ষার্থী হল ছেড়ে বাসায় চলে গেছেন। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে তাই উর্ধ্বতন কর্মকতার নিকট বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth